ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেওয়ান মুজিবুর রহমান এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৫:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

দেওয়ান মুজিবুর রহমান এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

দেওয়ান মুজিবুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এ পুনঃনিয়োগ পেয়েছেন। তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। জনাব রহমান ১৯৭৬ সালে সিনিয়র অফিসার হিসাবে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে কর্মসংস্থান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক ও জনতা ব্যাংক-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি ওপেকের সিদ্ধান্তে বেড়েছে তেলের দাম তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন-ওপেকের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত মাসে তেলের দাম ২৬ ডলারের নিচে নেমেছিল, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার জ্বালানি তেলের দাম ১২ শতাংশ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৩৩ ডলার ৩৬ সেন্ট। তবে শনিবার কিছুটা কমে এ দাম পৌঁছেছে ৩২ ডলার ৯৫ সেন্ট। জ্বালানির দরে স্থিতিশীলতা না আসায় সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা, সৌদি আরবসহ ওপেকভুক্ত এবং বহির্ভূত দেশগুলো জ্বালানির উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শুভ এ্যাডের নতুন কার্যালয় উদ্বোধন পবিত্র মিলাদের মাধ্যমে শুভ এ্যাডের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন সরবরাহ করে আসছে। বর্তমানে এটি ১০৯ গাউসুল আযম সুপার মার্কেটের ২য় তলায় স্থানান্তরিত হয়েছে। উদ্বোধনের আগে গাউসুল আযম সুপার মার্কেটের ইমাম সাহেব ও মোয়াজ্জিন কোরআনখানি পাঠ করেন। কোরআন পাঠ শেষে পবিত্র মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে গাউসুল আযম সুপার মার্কেটের চেয়ারম্যান বদিউজ্জামান বাবুল, আইনজীবী এ্যাডভোকেট শফিকুর রহমান, মহসীন হলের কর্মকর্তা জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্র প্রতিনিধিগণ, মার্কেটে অবস্থিত ব্যবসায়ীরা এবং বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের কর্ণধারগণ ও নীলক্ষেত এলাকার অনেক বন্ধুবান্ধব উপস্থিত থেকে শুভ এ্যাডভার্টাইজিংয়ের পথ চলায় উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। -বিজ্ঞপ্তি
×