ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাবানল ছড়ায় যে পাখি

প্রকাশিত: ০৫:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

দাবানল ছড়ায় যে পাখি

দাবানল ছড়াতে সহায়তা করে অস্ট্রেলিয়ার এক জাতের পাখি। দেশটির নর্দার্ন টেরিটরি রাজ্যে ৩০ বছর পাখির আচরণ পর্যবেক্ষণ করে গবেষকরা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দাবানলের জন্য কেবল মানুষকেই দায়ী করা ঠিক নয়। অস্ট্রেলিয়ায় কয়েক ধরনের পাখি আছে যারা তৃণবহুল এলাকায় শিকারকে লুকিয়ে থাকা অবস্থা থেকে বের করে আনতে ব্যবহার করে দাবানলের ধোঁয়া। খয়েরি রঙ্গের ফ্যালকন ও ব্ল্যাক কাইট নামের পাখি সাধারণত এটি বেশি করে থাকে। পুড়ে যাওয়া ডালপালা বা খড়কুটো মুখে করে নতুন জায়গায় নিয়ে যায়। ডালপালা পুড়ে গেলেও সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকায় ব্যঙ, গিরগিটি, সাপ ও অন্য সরীসৃপ জাতীয় প্রাণীগুলো নিজেদের আবাসস্থল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। পাখি বিশেষজ্ঞ বব গসফোর্ড বলছেন, একে অপরাধমূলক কাজ বলা যায় না। কারণ খাদ্য সংস্থানে প্রকৃতিকে বিভিন্ন প্রাণী নানা কৌশল অবলম্বন করে থাকে। তার নেতৃত্বাধীন গবেষক দলটি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় এরকম অন্তত ১৫টি প্রজাতির পাখি রয়েছে যারা জ্বলন্ত ডালপালা নতুন জায়গায় নিয়ে ফেলে থাকে। -ওয়াশিংটন পোস্ট অনলাইন
×