ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাঁটলেই চার্জ হবে মোবাইল

প্রকাশিত: ০৫:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

হাঁটলেই চার্জ হবে মোবাইল

স্মার্টফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। সঙ্গে নিয়ে ঘুরতেও হবে না চার্জার। শুধু হাঁটলেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন মেডিসন ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ররা এমন এক ডিভাইস উদ্ভাবন করেছেন যার সাহায্যে মোবাইলের ব্যাটারির ক্ষমতা বাড়ানো যাবে। এমন কি হাঁটলেও চার্জ হতে থাকবে স্মার্টফোন। হাঁটার সময় একজন মানুষের শরীরে প্রচুর গতিশক্তি জমা হয়। হিসেব করে দেখা গেছে, একটি জুতায় ১০ ওয়াট করে দুটো জুতা থেকে পাওয়া ২০ ওয়াট এনার্জি। আধুনিক মোবাইল চার্জ করতে এর থেকে অনেক কম এনার্জি প্রয়োজন হয়। সৈনিকরা যুদ্ধক্ষেত্রে তাদের রেডিও, জিপিএস ইউনিট ব্যবহার করতে এই এনার্জি ব্যবহার করতে পারবেন। এই এনার্জি দিয়ে দৈনন্দিন জীবনে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ফ্লাশলাইট চার্জ করা যেতে পারে। স্মার্টফোন চার্জ করতে দু’ওয়াটের কম এনার্জি লাগে। সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে গবেষণার ফল প্রকাশিত হয়েছে। -ওয়েবসাইট
×