ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিয়য়ে সেমিনার

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিয়য়ে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিস্পত্তির কেন্দ্রস্থল “জেলা লিগ্যাল এইড অফিস ” বিয়য়ক জনসচেতনতা মূলক সেমিনার করেছে ঠাকুরগাঁও জেলা আইন সহায়তা কমিটি (লিগ্যাল এইড কমিটি)। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা আইন সহায়তা কমিটি (লিগ্যাল এইড কমিটি) আয়োজিত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজমী এর সভাপতিত্বে সভায় বিষয় ভিত্তিক বিশেষ আলোচক ছিলেন আইন, বিচার ও সংসদ বিষক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফয়সল আতিক বিন কাদের। সভায় বিচার প্রার্থী হতদরিদ্র ও দরিদ্র মানুষের আ্ইনি সহায়তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনার পর সুপারিশমালা উপস্থাপন করা হয়। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবি সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য আইনজীবি, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
×