ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে শিক্ষকের বহিস্কারে দাবিতে শিক্ষার্থীÑঅভিভাবকদের মানববন্ধন

প্রকাশিত: ২২:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

কিশোরগঞ্জে শিক্ষকের বহিস্কারে দাবিতে শিক্ষার্থীÑঅভিভাবকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জেলা স্মরণী উচ্চ বিদ্যালয়ের দুশ্চরিত্র শিক্ষক মস্তুফা কামাল পাঠানের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে কর্মসূচিতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেয়। পরে বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে। এদিকে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রভাবশালী একটি মহলকে ম্যানেজ করে দুশ্চরিত্র শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, তাহের উদ্দিন আকন্দ, রুকনুজ্জামান, সাবেক কাউন্সিলর সোলায়মান খান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, লম্পট শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থী ও অভিভাবকেরা কোনোভাবেই মেনে নিবে না। এমন পরিস্থিেিত সচেতন এলাকাবাসী ও স্কুলে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।
×