ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাখাইনদের নিয়ে সভা

প্রকাশিত: ২২:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

কুয়াকাটায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাখাইনদের নিয়ে সভা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ “আলো আরো আলো-ঘুচিয়ে দিবো আধাঁর” এমন শ্লোগানকে সামনে রেখে কুয়াকাটায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কলাপাড়ার নৃ-তাত্বিক জনগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের দারিদ্র্য নিরসন ও সামাজিক অবক্ষয় রোধ, শীতার্তদের মধ্যে কম্বল বিতরন, আলো আরো আলো প্রকাশনার মোড়ক উম্মোচন এবং ক্ষুদ্র ঋণ প্রদান, ব্যাকিং সেবা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আলো আরো আলো-ঘুচিয়ে দিব আধাঁর ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দুপুরে হোটেল কুয়াকাটা ইন ইন্টারন্যাশনালের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ওসমান গনি কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুর রউফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাফি আহম্মেদ বেগ, বাংলাদেশ ব্যাংক বরিশাল মহা-ব্যবস্থাপক মোঃ নুরুল আলম কাজী, এসএমই স্পেশাল প্রেগাম বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার উপ-মহা ব্যবস্থাপক এসএম মোহসিন হোসেন প্রমুখ।
×