ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দর বন রক্ষার প্রস্তুতি দেখেতে আসছে ইউনোস্কো

প্রকাশিত: ২১:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সুন্দর বন রক্ষার প্রস্তুতি দেখেতে আসছে ইউনোস্কো

অনলাইন রিপোর্টার ॥ সুন্দরবনের পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সরকারের পদক্ষেপ জানতে ইউনেস্কোর একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসছে। তেল ও কয়লাবাহী জাহাজডুবির পাশাপাশি রামপাল প্রকল্পের কারণের কারণে কি ধরনের ঝুঁকি রয়েছে এবং তা মোকাবেলায় প্রস্তুতিরে বিষয়গুলো খতিয়ে দেখবে প্রতিনিধি দলটি। দলে সিঙ্গাপুর, কানাডা ও জেনেভার বিশেষজ্ঞরা থাকবেন। পরিবেশ বিষয়ে কাজ করা আর্ন্তজাতিক সংস্থা আইইউসিএন-এর একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে থাকবে। প্রতিনিধি দলটি তিন মন্ত্রণালয়ের পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকাবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। সবার সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দলের সদস্যরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন ইউনেস্কোর সদরদপ্তরে পাঠাবেন বলে জানান সরকারি এ কর্মকর্তা।
×