ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই

প্রকাশিত: ২০:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই

অনলাইন রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের কিউর মেডিকেল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রবিন ঘোষের বয়স হয়েছিল ৮২ বছর। রবিন ঘোষের মৃত্যুর খবরটি তার স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী শবনম নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস ও হৃদরোগে ভুগছিল। গত দুইদিন আগে তাকে হাসপাতালে ভর্তি হয়।বিকেলে ওয়ারিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। রবিন ঘোষ ১৯৩৯ সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবারের সঙ্গে ঢাকায় ফিরে আসেন তিনি। স্নাতক ডিগ্রি সম্পন্ন করেই বেতারে কাজ শুরু করেন। ১৯৬১ সালে এহতেশামের ছবি ‘রাজধানীর বুকে’র মধ্য দিয়ে চলচ্চিত্রে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন। রবিন ঘোষ তালাশ, চকোরী, চাহাত, আয়না, আম্বার এবং দরিয়ান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে নিগার পুরস্কার লাভ করেন। ‘তোমারে লেগেছে এত যে ভালো, ‘ফুলের কানে ভ্রমর এসে, ‘পীচ ঢালা এই পথটারেসহ অসংখ্য গানের সুর করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন রবিন ঘোষ।
×