ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তরায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক আদিবাসীর মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক আদিবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় সাজু ম্রং (২০) নামে এক আদিবাসী ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে সাজুর মৃত্যুর সংবাদ পেয়ে আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরার কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত সাজুর গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালা কুমার গ্রামে। মৃত সাজুর স্বজনরা জানান, বৃহস্পতিবার মাথা ও কোমরে আঘাত নিয়ে টঙ্গী হাসপাতালে ভর্তি হন সাজু। ওইদিন রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে কার্ডিও কেয়ার হাসপাতালে রেখে চলে যান। খবর পেয়ে তারা (স্বজনরা) হাসপাতালে উত্তরা কার্ডিও হাসপাতালে ছুটে আসেন। তখন সাজুর অবস্থা আশঙ্কাজনক ছিল না। তিনি কথাবার্তা বলতে পারছিলেন। এ সময় হাসপাতালে কোন চিকিৎসক ছিলেন না। নার্সরা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে বারবার বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছিলেন। এছাড়া সাজুর অবস্থা গুরুতর না হলেও তাকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় সাতটি দিকে সাজুর মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বাংলাদেশ গাড়ো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাজুর মৃত্যু হয়েছে।
×