ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন প্রভাব চ্যালেঞ্জ করা লক্ষ্য

ইরাকের সঙ্গে সুসম্পর্ক গড়ছে রাশিয়া

প্রকাশিত: ০৭:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ইরাকের সঙ্গে সুসম্পর্ক  গড়ছে রাশিয়া

মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করে ইরকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে রাশিয়া। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি বৃহস্পতিবার বাগদাদ সফরকালে বলেছেন, মস্কো ইরাকের কাছে বেসামরিক যাত্রীবাহী বিমান বিক্রি করবে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহযোগিতা প্রদান করবে। খবর ওয়েবসাইটের। এক বৃহত্তম রুশ প্রতিনিধি দলের বাগদাদ সফর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাদের এ মিশনের লক্ষ্য হচ্ছে বিশ্বের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন প্রভাব হ্রাস করে দেশটির সঙ্গে বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা। এ রুশ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন প্রায় ১শ’ সরকারী ও ব্যবসায়ী কর্মকর্তা। ইরাকী পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফরী বলেছেন, আইএস জঙ্গীদের পরাজিত করার জন্য সামাজিক সহযোগিতা প্রদান বিষয়ে রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ জঙ্গীগোষ্ঠী ইরাকের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে তৈরি করতে চাইছে। তিনি বলেন, বহু উৎস থেকে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন আমাদের এবং তা আন্তর্জাতিক জোটের ভেতর থেকেই হোক বা বাইরে থেকে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের উল্লেখ করে তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের প্রয়োজন সমর্থন প্রশিক্ষণ ও গোয়েন্দা সহযোগিতার। রাশিয়া গত বছর ইরাকের জ্বালানি খাতে কয়েক লাখ ডলার বিনিয়োগ করেছে। রগোজিন এক অনুবাদকের মাধ্যমে বলেন, মস্কো ইরাককে সামরিক সরঞ্জাম প্রদান অব্যাহত রাখবে। তিনি রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, তার প্রত্যাশা- সামরিক সহযোগিতা উত্তরাঞ্চলীয় শহর মসুল অধিকারে ভূমিকা রাখবে। দু’দেশের কর্মকর্তারা একটি ব্যাপকভিত্তিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। স্মারকে বলা হয়েছে- দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ এবং ইরাকের বিদ্যুত উৎপাদন বৃদ্ধি করা হবে।
×