ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশেষ প্রতিবেদন

প্রকাশিত: ০৬:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশেষ প্রতিবেদন

এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছেন বিশ্বের তিন শ’ কোটি মানুষ। এর অন্যতম একটি কারণ হলো- ইন্টারনেট সেবা পৌঁছে দিতে যে যন্ত্রপাতির প্রয়োজন সেগুলোর দাম, ওজন এবং পরিচালনা খরচ অনেক বেশি। এই প্রতিবন্ধকতা দূর করতে এবার মাঠে নেমেছেন ‘দ্য এডওয়ার্ড এস রজারস সিনিয়র ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’-এর একদল গবেষক। গবেষক দলটি নতুন ধরনের চিকন, বহনযোগ্য এবং স্বল্পমূল্যের এ্যান্টেনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। গবেষকদের প্রচেষ্টা সফল হলে বিশ্বের ওই তিন শ’ কোটি মানুষের কাছেও দ্রত পৌঁছে যাবে ইন্টারনেট।
×