ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবার জন্য ইন্টারনেট মিলবে

প্রকাশিত: ০৬:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সবার জন্য ইন্টারনেট মিলবে

বর্তমানে গবেষণা দলটির প্রধান অধ্যাপক জর্জ এলেফেরাইডেস চেষ্টা করছেন, বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ থেকে সৃষ্ট তীব্র রশ্মিকে যাতে ‘নভেল মেটাম্যাটেরিয়াল’-এর সাহায্যে প্রতিফলন করানো সম্ভব হয়। মেটাম্যাটেরিয়াল হচ্ছে মানবসৃষ্ট পদার্থ যা প্রকৃতিতে পাওয়া যায় না। প্রচেষ্টাটি সফল হলে, এই লেজারের মতো শক্তিকে মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন এলেফেরাইডেস। অন্যদিকে স্বল্পমূল্যের এই এ্যান্টেনা প্রক্রিয়ার সাহায্য ‘বৈশ্বিক ইন্টারনেট এ্যাক্সেস’-এর বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হবে বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস। গবেষকদের পরিকল্পনা, নতুন এ্যান্টেনাটির পুরুত্ব হবে দুই সেন্টিমিটার। বর্তমানে যে প্রটোটাইপ তৈরি হয়েছে, সেটি দেখতে অনেকটাই স্যাটেলাইট ডিশ ডিজাইনের মতো এবং এর কাঠোমোর মধ্যবর্তী স্থানে একটি ট্রাইপড রয়েছে যা স্যাটেলাইট ডিশের সব তরঙ্গকে একত্রিত করে একটি প্রবল রশ্মিতে পরিণত করে। ট্রাইপডের মাধ্যমে যাতে এ কাজ করা সম্ভব হয়, সেজন্য সেটিকে মূল পৃষ্ঠ থেকে একটি সুনির্দিষ্ট দূরুত্বে রাখতে হয় বলেই জানিয়েছে টেক টাইমস।
×