ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন ॥ ক্ষুব্ধ তৃণমূল

কক্সবাজারে নৌকার জন্য জামায়াত নেতা মরিয়া

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারে নৌকার জন্য জামায়াত নেতা মরিয়া

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবতাবিরোধী অপরাধে দ-িত যুদ্ধাপরাধী গোলাম আজমের দেহরক্ষী আকতার হামিদের ভগ্নিপতি ও জামায়াত নেতা আকতার হোছাইন এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করে দিয়েছেন। ইতোপূর্বে কৌশলে জেলা আ’লীগের কাউন্সিলরদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করাতে পারলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে তা বাদ পড়েছে। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া লেমশীখালি ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেতে অকতার হোছাইন কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাছে আবেদনপত্র জমা করেছে জেনে ক্ষোভে ফেটে পড়ছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। সূত্র জানায়, লেমশীখালী ইউপি চেয়ারম্যান থাকাকালে ২০১২ সালের ৩ মার্চ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ কারামুক্তির পর কুতুবদিয়ায় আসলে প্রকাশ্যে শোডাউনকালে তার অন্যতম সহযোগী ছিলেন জামায়াত নেতা আকতার হোছাইন। এসব গোপন রেখে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে ওই জামায়াত নেতা বর্তমানে মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে তোড়জোড় শুরু“করেছেন বলে জানা গেছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কক্সবাজারের কুতুবদিয়া ৩নং লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃণমূল নেতাকর্মীদের পক্ষে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা তাদের নামের তালিকা জমা দিয়েছেন জেলা আ’লীগের কাছে। এরা হলেন-উপজেলা আ’লীগের দীর্ঘ ২৮বছরের সাবেক সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সহসভাপতি সুজা উদ্দিন, লেমশীখালী ইউপি সভাপতি রফিক আহমদ সিকদার ও সাধারণ সম্পাদক এমএ রেজাউল করিম। কিন্তু বৃহস্পতিবার রাতে চুপিসারে কুতুবদিয়ার দুই আ’লীগ নেতার মাধ্যমে জামায়াত নেতা আকতার হোছাইনের নামের তালিকাও জমা করা হয়েছে জেনে ক্ষোভ প্রকাশ করেছেন আ’লীগ এবং শরীক দলের নেতাকর্মীরা।
×