ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিনয়ে ব্যস্ত আবিদ আহমেদ

প্রকাশিত: ০৫:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

অভিনয়ে ব্যস্ত আবিদ আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের প্রতিভাবান মঞ্চ ও টিভি অভিনেতা, সংগঠক আবিদ আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনা দিয়ে থাকেন। বাঙলা নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদ ১৯৯৭ সাল থেকে দলের নাট্যোৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করে আসছেন। দলের প্রযোজনায় আবিদ অভিনীত নাটকগুলো হলোÑ ‘এখনো অন্ধকার’, ‘শাদী মোবারক’, ‘মুক্তির ছিন্ন দলিল’, ‘প্রেম পরাণের কথা’, ‘বান্দরের কিস্সা’, ‘তুই চোর’ প্রভৃতি। টিভি নাটকগুলোর মধ্যে রয়েছেÑ এস এ হক অলিকের ‘এক্কাদোক্কা’, ‘চিকেন টিক্কা মাসাল্লা’, ‘লেডিস ফার্স্ট’, ‘ভালবাসা মন্দবাসা’, মিলাদ বড় ভূঁইয়ার ‘ভূত নিবাস’, ‘মেঘ বৃষ্টি তুমি’, আশফাক মিঠুর ‘আবোল তাবোল’, হ ম সহিদুজ্জামানের ‘স্বপ্ন বিলাস’, ‘শেষ ঠিকানা’, জুয়েল আহমেদের ‘অভিশপ্ত রাত’, মঞ্জুরুল আলমের ‘জাল’ প্রভৃতি। বিটিভিতে ভাস্কর তমিজের পরিচালনায় লাটাই নাটকের মধ্যে দিয়ে অভিনয় শুরু করেন আবিদ আহমেদ। গত ১১ ফেব্রুয়ারি বিটিভিতে প্রচার হয় এস এ হক অলিক রচিত এবং হ ম সহিদুজ্জামান পরিচালিত নাট ‘রোদেলাকেই ভালবাসি’। ২৫ ফেব্রুয়ারি প্রচার হবে মান্নান শফিক রচিত ও জুয়েল আহমেদের পরিচালিত ‘অদেখা ভুবন’, এশিয়ান টিভিতে মিলাদ বড় ভূঁইয়ার রচনা ও পরিচালনায় নাটক ‘তবুও তুমি’। প্রচারের অপেক্ষায় রয়েছে আরটিভির জুয়েল আহমেদের ‘একটি রাতের গল্প’, এশিয়ান টিভিতে মিলাদ বড় ভূঁইয়ার ‘একটি ফেসবুক এবং তুমি’, বিটিভিতে হ ম সহিদুজ্জামানের ‘অতঃপর আমি’, মান্নান শফিকের ‘জামাই শ্বশুর’। এছাড়া এ মাসে হ ম সহিদুজ্জামানের ‘কাছে থেকেও দূরে’ এবং গাজী আপেল মাহমুদের ধারাবাহিক নাটক ‘ঢেউ’ নাটকের শূটিং করবেন আবিদ আহমেদ। মঞ্চ ও টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তরুণ এই নাট্য অভিনেতা। বাংলা মিডিয়া কমিউনিকেশনের সিইও হিসেবে নাটক নির্মাণ ও মার্কেটিংয়ের কাজ করে থাকেন তিনি। তার জন্য শুভ কামনা।
×