ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশুদের বর্ণমালায় হাতে খড়ি

প্রকাশিত: ০৫:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশুদের বর্ণমালায় হাতে খড়ি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার সকালে বর্ণমালা লেখায় হাতে খড়ি হলো এক ঝাঁক শিশুর। হাতে খড়ি জাতীয় পর্ষদ আয়োজিত শিশু উৎসবে শিশুদের হাতে খড়ি দেন বরেণ্য দুই ব্যক্তি। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদীচীর সভাপতি কামাল লোহানী। অনুষ্ঠানে শিশুদের হাতে খড়ি দেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এছাড়া এ উপলক্ষে আলোচনায় অংশ নেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। বক্তব্য রাখেন হাতে খড়ি জাতীয় পর্ষদের আহ্বায়ক জাহিদুল হক দীপু, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক রেখা রানী গুন, প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ। এ উৎসবে অতিথিরা শতাধিক শিশুকে আনুষ্ঠানিকভাবে হাতে খড়ি দেন। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে এর আগের বছরগুলোতে হাতে নেয়া বিভিন্ন শিশুরা। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এ আয়োজন প্রসঙ্গে হাতে খড়ি জাতীয় পর্ষদের আহ্বায়ক জাহিদুল হক দীপু জনকণ্ঠকে বলেন, হাতে খড়ি আমাদের লোক ঐতিহ্যেরই অংশ। আমরা চাই শিশুটি তার বাবা-মায়ের হাত ধরে কোন গুণী ব্যক্তির কাছে থেকে হাতে খড়ি নিয়ে শিক্ষা জীবন শুরু করুক, সারা জীবন ধরে ভালো মানুষ হয়ে বিশ্ব মানব হয়ে উঠুক। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। তারা পরবর্তীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।
×