ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরবর্তী ‘ফিয়ারবোলা’

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পরবর্তী ‘ফিয়ারবোলা’

ফিয়ার + ইবোলা হচ্ছে ফিয়ারবোলা। জিকা আতঙ্ক বিশ্বজুড়ে যেভাবে ছড়িয়ে যেতে শুরু করেছে তাতে আশঙ্কা দেখা দিয়েছে এটি আগামীতে ইবোলার মতো মহামারীর রূপ নেবে কি না। জিকার জন্ম ব্রাজিল থেকে শুরু করে দুই আমেরিকা মহাদেশে ছড়াতে শুরু করলেও এ নিয়ে আতঙ্ক এখন বিশ্বজুড়ে। জিকা ভাইরাস যে গতিতে ছড়াচ্ছে এর আতঙ্ক ছড়াচ্ছে তার চেয়ে অনেক দ্রুত গতিতে। ব্রাজিলে জিকা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছে আড়াই মাস হলো। কিন্তু এ নিয়ে আতঙ্ক মহাদেশ দুটোর বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, জিকা কেবল এডিস স্ত্রী মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে মানুষের মুখের লালা এবং মূত্রের মাধ্যমেও ভাইরাসটি ছড়ায় বলে প্রমাণ পাওয়া গেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জিকা নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তারা বলছেন, জিকা ইবোলা ভাইরাসের মতো বিশ্ব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠবে না। বরং জিকা নিয়ে যে আতঙ্ক শুরু হয়েছে সেটা আগামী দিনে ইবোলা আতঙ্ক বা ফিয়ারবোলা হয়ে দেখা দিতে পারে। উল্লেখ্য, জিকা ভাইরাসটি ৭০ বছর আগে আবিষ্কৃত হলেও এটি এতকাল মানব স্বাস্থ্যের জন্য কোন ঝুঁকি তৈরি করেনি। -পপুলার সায়েন্স
×