ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় দ্রুতযান এক্সপ্রেসের চার বগি লাইচ্যুত

প্রকাশিত: ০৫:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পাবনায় দ্রুতযান  এক্সপ্রেসের চার  বগি লাইচ্যুত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ ফেব্রুয়ারি ॥ চাটমোহর রেলস্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাটমোহর স্টেশনের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বিলম্বে চাটমোহর স্টেশনে ঢুকতে থাকে। এ সময় স্টেশনে ঢোকার পূর্ব মুহূর্তে ১শ’ গজ পশ্চিমে রেলক্রসিংয়ে ট্রেনের মিডল পয়েন্টের একটি বগির চাকার শকাপ ভেঙ্গে যায়। ট্রেনের চালক ট্রেন লাইচ্যুতির বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলেন। যাত্রীরা আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। বিষয়টি রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগে অবহিত করা হয়েছে। সেখান থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকার্য পরিচালনা করছেন। কত সময় নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা তিনি বলতে পারেননি।
×