ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোনে পরিণত করবে ॥ আমু

প্রকাশিত: ০৫:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সরকার দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোনে পরিণত করবে ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১২ ফেব্রুয়ারি ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোনে পরিণত করার জন্য পায়রা বন্দর প্রতিষ্ঠা করেছে। পদ্মা সেতু এবং পায়রা বন্দর নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলটি একটি সমৃদ্ধ অর্থনৈতিক জোনে পরিণত হবে। মন্ত্রী আরও বলেন, বিএনপি দেশে জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এবং সরকারকে অকার্যকর করার জন্য জঙ্গীদের মদদ দিয়েছে। তিনি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। কলেজের সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জেলা পরিষদ প্রশাসক আলহাজ সরদার মোঃ শাহ আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান ও পৌর মেয়র আফজাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে কলেজ প্রতিষ্ঠাতা মোঃ সোহরাব হোসেন ও কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দীক বক্তব্য রাখেন। ২০০৪ সালে এই কারিগরি কলেজটি প্রতিষ্ঠিত হয়।
×