ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রয়োজনে বটতলায় কাউন্সিল : নোমান

প্রকাশিত: ০১:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৬

প্রয়োজনে বটতলায় কাউন্সিল : নোমান

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য সরকার প্রত্যাশিত জায়গা বরাদ্দ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, দেশের যে কোনো জায়গায় ৪৮ ঘণ্টার নোটিশে আমরা জাতীয় কাউন্সিল করার ক্ষমতা রাখি। প্রয়োজনে বটতলায় কাউন্সিল করা হবে, তবুও সরকারের ষড়যন্ত্র সফল হতে দেব না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে নোমান বলেন, আগরতলা মামলা প্রত্যাহার করার সময়ও পায়নি পাকিস্তানি জান্তারা। তাই এ সরকারের কাছেও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে লাভ নেই। এর সরকারকে ব্যালট দিয়ে পরাজিত করব। আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরওŸক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
×