ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কে নারী নির্যাতন রুখতে পিংক ট্যাক্সি

প্রকাশিত: ১৯:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

তুরস্কে নারী নির্যাতন রুখতে পিংক ট্যাক্সি

অনলাইন ডেস্ক॥ নারী যাত্রীদের নিরাপত্তা বাড়িয়ে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তুরস্কে চালু হয়েছে ‘পিংক ট্যাক্সি’। গোলাপি রঙের ট্যাক্সি ক্যাবগুলোতে শুধু যাত্রী নন বরং চালকের আসনেও থাকছেন নারীরা। নারী নির্যাতন রুখতেই এ উদ্যোগ। তুরস্কের রাজধানী আঙ্কারায় মাত্র দুজন চালক ও দুটি গোলাপি ট্যাক্সি দিয়ে পরীক্ষামূলক একটি প্রকল্পে সফলতা পেয়ে নতুন এই ট্যাক্সি ক্যাবের প্রচলন বাড়ানোর চিন্তা করছে দেশটির পরিবহন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় দেশটির মধ্যবর্তী জেলা শহর সিভাসে নামানো হয়েছে পিংক ট্যাক্সি। তুরস্কে নারী নির্যাতনের একটি উল্লেখযোগ্য পরিমাণ ঘটনা রাতের আঁধারে ট্যাক্সি ক্যাব বা ভাড়ায় চালিত ছোট গাড়িতে হয়ে থাকে। কর্মজীবী কিংবা একা পরিবহনে থাকা নারীদের নিরাপত্তা বাড়াতে তাই এ ধরনের উদ্যোগ সমাধান বয়ে আনবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তুরস্ক ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মিসর ও ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে নারীবান্ধব গোলাপি ট্যাক্সি ক্যাবের চালু করা হয়েছে।
×