ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেআইনি নির্মানের জন্য জরিমানা শাহরুখের

প্রকাশিত: ১৯:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বেআইনি নির্মানের জন্য জরিমানা শাহরুখের

অনলাইন ডেস্ক॥ মুম্বইয়ে নিজের বাংলো মন্নতের সামনে বেআইনি ভাবে রাস্তা বানানোয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল শাহরুখ খানকে। পৌর কর্তৃপক্ষকে এই বেআইনি রাস্তা ভাঙার খরচ হিসেবে এই টাকা দিতে হয় বলিউড বাদশাকে। মুম্বইয়ের বান্দ্রা বাস স্টপের কাছে এইচ কে ভাবা রোড এবং মাউন্ট মেরি রোডের সংযোগস্থলে পুরসভার বেশ কিছুটা জায়গা জুড়ে এই রাস্তা বেআইনি ভাবে বানানোর অভিযোগ ওঠে শাহরুখের বিরুদ্ধে। সাত দিনের নোটিসে এই জরিমানার অঙ্ক বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)কে দিতে বলা হয়। তবে এই জরিমানা দিতে একটুও দেরি করেননি কিং খান। ১১ মার্চ ২০১৫-এ ১,৯৩,৭৮৪ টাকার একটি চেক দিয়ে তিনি বিএমসি কর্তৃপক্ষকে বিষয়টি নিষ্পত্তি করতে অনুরোধ জানান তিনি। সম্প্রতি এক আরটিআই কর্মী প্রায় এক বছর পুরনো এই তথ্য সামনে এনেছেন। তবে বেআইনি নির্মানের ‘অপরাধ’ করার ক্ষেত্রে শাহরুখই প্রথম নন, এর আগে এমনই একটি ঘটনায় নাম জড়িয়েছিল মুকেশ অম্বানিরও। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×