ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৪০ মণ জাটকা আটক করেছে কোস্টর্গাড

প্রকাশিত: ১৮:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৪০ মণ জাটকা আটক করেছে কোস্টর্গাড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের কাঠপট্টির কাছে ধলেশ্বরী নদীতে শুক্রবার সকালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০মণ জাটকা জব্দ করেছে কোস্টর্গাড। তবে এ সময় জাটকাগুলোর মালিক না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো নুরুজজ্জামান জানান, বরগুনা থেকে থেকে সদরঘাটগামী এমভি নুমরাত-২ নামের ১টি লঞ্চে অভিযান চালিয়ে ৪টি বাশেঁর ঝাকায় বন্দী অবস্থায় জাটকা ইলিশ গুলো আটক করা হয়। পরে জাটকা গুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করে দেয়া হয়।
×