ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে হাসিনার নীতির প্রশংসায় বার্নিকাট

প্রকাশিত: ০৮:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে হাসিনার নীতির প্রশংসায় বার্নিকাট

বাংলানিউজ ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির প্রশংসা করলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে সুন্দরবনের বাঘ বাঁচানোর লক্ষ্যে প্রচারাভিযান ‘টাইগার ক্যারাভ্যান’ উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, যে গোষ্ঠী বাংলাদেশকে টার্গেট করছে, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশকেও টার্গেট করছে। বাংলাদেশের গণতন্ত্র, এর সহনশীলতা এবং শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের যে ঐতিহ্য, তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত রক্ষাকবচ। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বার্নিকাট। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অভিযোগ এনে এদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বিস্তৃৃত হতে পারে বলে ওয়াশিংটনে মার্কিন গোয়েন্দা প্রধানের দেয়া বক্তব্যের একদিন পর ঢাকায় এ প্রশংসা করলেন বার্নিকাট।
×