ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাসে ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন

প্রকাশিত: ০৮:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

মাসে ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন

স্টাফ রিপোর্টার ॥ এবার গ্রামের মানুষের হাতে মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূলের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেয়া সম্ভব। তবে কিস্তিতে কিভাবে গ্রামের মানুষ স্মার্টফোন কিনতে পারবেন এ বিষয়ে কিছু বলা হয়নি।
×