ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাগর-রুনী হত্যা

এক মাসের মধ্যে জড়িতদের খুঁজে বের করার আল্টিমেটাম

প্রকাশিত: ০৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০১৬

এক মাসের মধ্যে জড়িতদের খুঁজে বের করার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যায় জড়িতদের এক মাসের মধ্যে খুঁজে বের করার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। নির্ধারিত সময়ের মধ্যে খুনীরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে সাংবাদিকরা জানিয়েছেন। যদিও আইনমন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে আশা রাখতে বলেছেন। মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাব বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাগর-রুনীর ডিএনএ রিপোর্ট আসা মাত্রই নতুন করে তদন্ত শুরু হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে সাংবাদিক দম্পতির মৃত্যুর চতুর্থ বার্ষিকীতে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাগর-রুনী নিয়ে আর কোন নাটক দেখতে চাই না। আর কোন নাটক সাজাবেন না। এই হত্যার সঠিক তদন্তের দাবি জানান তিনি। ডিআরইউ-এর সভাপতি জামাল উদ্দিন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবে। তবে সাংবাদিকদের সকল সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে গেলে দ্রুত বিচার পাওয়া যাবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে এই হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের না করতে পারলে কঠোর কর্মসূচী দেয়া হবে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু এই হত্যার বিচারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউর সাবেক সভাপতি মোস্তাক হোসেন, ইলিয়াস খান, ইলিয়াস হোসেন, সাজ্জাদ আলম তপু, শাবান মাহমুদ, আজমল হক হেলাল প্রমুখ বক্তব্য দেন। শর্ত না মানলে বেসরকারী ভার্সিটির ভর্তি বন্ধ করা হবে ॥ শিক্ষামন্ত্রী এআইইউবির সমাবর্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারী নিয়মনীতি এবং শর্ত না মানলে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর নতুন সেশনে শিক্ষার্থী ভর্তি বাতিল করা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’র ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস’র। শিক্ষামন্ত্রী বলেন, সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চা কেন্দ্র হবে। আগামী দিনের শিক্ষার্থীরা হবে সামনের সারির সৈনিক। সকলে উদ্যোগী হয়ে কাজ করলে দেশ ও জাতি এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। ২০২১ সালের মধ্যে আমরা ভিশন সাফল্য অর্জন করতে চাই। যে কোন মূল্যে শিক্ষাখাতসহ অন্যান্য খাতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বিশ্ব আয়ের দেশে পরিণত হবে। দরিদ্রতা কাটিয়ে উঠতে বিশ্বমানের শিক্ষার প্রয়োজন রয়েছে। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কোন বিকল্প নেই। নাহিদ বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। এরা একদিন বিশ্ব জয় করবে। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অথনৈতিক দিক দিয়ে দরিদ্র হলেও মেধার দিক থেকে ‘দরিদ্র নয় বাংলাদেশ’। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিস হানি ফাগ্ন এসকেজেয়ার, এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক অবেদীন ও ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা প্রমুখ।
×