ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলারিকে হারানো কোন বিষয়ই নয় ॥ ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৩:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৬

হিলারিকে হারানো কোন বিষয়ই নয় ॥ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে সহজেই ধরাশায়ী করবেন বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক পূর্বঅভিজ্ঞতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মার্কিন ধনকুবের নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি ভোটাভুটিতে জয়ী হয়েছেন। বরাবরই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন বেশি এমন রাজ্যগুলোতে জয় পাওয়ার কৌশল সম্পর্কে ধারণা দিয়ে তিনি এই দাবি করেন। খবর বিবিসির। সিবিএসকে বুধবার ট্রাম্প বলেছেন, জরিপে দেখা যাচ্ছে হিলারিকে আমি সহজেই হারাব। নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন, এই রাজনীতিবিদরা সব সময় ছয়টি রাজ্য নিয়েই কথা বলে। তারা বলে যে, আপনাকে এটাতে জয়ী হতে হবে, ওটাতে জয়ী হতে হবে। আপনাকে ওহিওতে জয় পেতে হবে, ফ্লোরিডাতে জয় পেতে হবে। তিনি বলেন, আমি এই খেলা পাল্টে দিতে পারি কেননা সত্যিকার অর্থেই নিউ ইয়র্কে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে বলছি, আমি ভার্জিনিয়ায় জয়ী হতে যাচ্ছি, মিশিগানেও জয়ী হতে যাচ্ছি। নাপিতকে গুলি ! যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ্যাড্রিয়ান ব্ল্যাঞ্চি সোয়াইন (২৯) চুলের স্টাইল পছন্দ না হওয়ায় নাপিতকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। চুল কাটানোর পর স্টাইলটি পছন্দ না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে সান ডিয়াগোর ‘৬১৯ বারবার শপ’ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই একটি বন্দুক নিয়ে দোকানে প্রবেশ করেন। নাপিতকে লক্ষ্য করে তিনবার গুলি করেন। - এএফপি এবার স্মার্ট জামা ! জাপানের গুঞ্জি লিমিটেড ও প্রযুক্তি প্রতিষ্ঠান এনইসি যৌথভাবে নমনীয় সেন্সরযুক্ত এমন পোশাক তৈরি করেছে, যা হাঁটাচলার ধরন, হৃৎ?স্পন্দন, ক্যালরিগ্রহণ প্রভৃতি তথ্য স্মার্টফোনে পাঠাতে পারে। এর নাম স্মার্ট শার্ট। সাধারণত জামার ভেতরে গেঞ্জির মতো বা অন্তর্বাসের মতো এটি পরা যাবে। শরীর ঠিক আছে কি না সেই তথ্য স্মার্টফোনের একটি এ্যাপ্লিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। এতে ব্যবহৃত বিদ্যুত পরিবাহী সুতা বিনা তারে স্মার্টফোনে তথ্য পাঠাতে পারে এবং এই তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে। - জাপান টাইমস
×