ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জের তিনজনের বিরুদ্ধে আইওর জবানবন্দি ২৮ মার্চ

প্রকাশিত: ২৩:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জের তিনজনের বিরুদ্ধে আইওর জবানবন্দি ২৮ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৮ মার্চ তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই দিন তিনি তার সাক্ষীর জবানবন্দি পেশ করবেন। চেয়ারম্যান বিচারপতি. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ১২তম সাক্ষীকে হাজির করা হলে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ না করে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করার তারিখ নির্ধারণ করেন।এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. কিবরিয়া হোসেন ও আইনজীবী মাসুদ রানা।
×