ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেবুখালী ফেরীঘাটে বন্ধ থাকায় পটুয়াখালীর সাথে সারা দেশের ১০ ঘন্টা যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২২:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

লেবুখালী ফেরীঘাটে বন্ধ থাকায় পটুয়াখালীর সাথে সারা দেশের ১০ ঘন্টা যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীঘাটে ঘন কুয়াশা ও পন্টুন ডুবে বুধবার গভীর রাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত পটুয়াখালীর সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল। ১০ ঘন্টা পর ফেরী চলাচল বন্ধ থাকায় ফেরি ঘাটের লেবুখালী ও বাকেরগঞ্জের অংশে ২ কিলোমিটার বেশী পন্য, যাত্রীবাহি, মালবাহী, পর্যটকবাহী গাড়ি আটকা পরে। চরম ভোগান্তিতে পরে হাজার হাজার মানুষ। স্থানীয়ারা জানান, বুধবার রাত ২ টা থেকে কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টায় ফেরী চলাচল শুরু করলে বাকেরগঞ্জ পাড়ের পন্টুনের তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়। ফলে পুনরায় ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। পটুয়াখালী ও বরিশালের ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পাম্প লাগিয়ে ২ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে পন্টুনের পানি সেচ দিয়ে ফেলে ভাসিয়ে তোলে পন্টুনকে। ততক্ষণে দুই পারে শত শত গাড়ির দীর্ঘ লম্বা লাইন করে যায়। পরিস্থিতি উত্তোরনে কর্তৃপক্ষ দুপুর থেকে দুইটা ফেরি চালু করে। তাতেও দুই ফেরির চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘন্টা লেগে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। উল্লেখ্য, এই ফেরিটি মাসের মধ্যে ১৫ দিনই নানা কারনে ১০ ঘন্টারও বেশী সময় বন্ধ থাকে। তা নিয়ে কর্তৃপক্ষরে কোন উদ্যোগ নেই।
×