ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ২২:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা)॥ আমতলী উপজেলা পরিষদ মিলনায়নে ভুমি মন্ত্রনালয়ের (স্ট্রেংদেনিং এ্যাকসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অব বাংলাদেশ শীর্ষক) প্রকল্পের অধিনে ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বরগুনা নবগত জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. সামসুল আলম, যুগ্ম সচিব (জরিপ) আনোয়ার হোসেন, উপসচিব বরিশাল জোন মো. এজাজ আহম্মেদ জাবের, প্রকল্প পরামর্শক ড.ইউ আহম্মেদ, সাবেক রেলওয়ের মহাপরিচালক সুলতান আহম্মেদ তালুকদার, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সহকারী সেটেলমেন্ট অফিসার সুখেন্দ্র শেখর মিস্ত্রী, ইউপি চেয়ারম্যান এড. নুরুল ইসলাম, মো. মোতাহার উদ্দিন মৃধা ও আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-অর-রশিদ প্রমুখ।
×