ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঘের ভয়ে বন্ধ ১৩৫ স্কুল!

প্রকাশিত: ১৯:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাঘের ভয়ে বন্ধ ১৩৫ স্কুল!

অনলাইন ডেস্ক ॥ পর পর দুদিন ভারতের ব্যাঙ্গালুরুতে নির্মাণাধীন এক ভবনের শ্রমিকদের আশেপাশে চিতাবাঘ দেখার ঘটনাকে কেন্দ্র করে ১৩৫টি স্কুলে সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানকার বন কর্মকর্তারাও জানিয়েছেন মঙ্গলবার বিকাল থেকে ওই এলাকায় তিনটি বাঘ দেখা যায়। প্রাথমিক সতর্কতা হিসেবে বুধবার থেকেই ওই এলাকার ১৩৫টি স্কুলে সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হলেও, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। জানা যায়, বুধবার বিকালে এক শ্রমিক দেখতে পায় পাশ^বর্তী ইউক্যালিপটাস গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি বাঘ। বাঘের মুখে একটি ক্ষত-বিক্ষত কুকুর ছিল বলেও তিনি জানিয়েছেন।
×