ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন ‘হাছন রত্ন’ আবদুল লতিফ

প্রকাশিত: ০৪:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

চলে গেলেন ‘হাছন রত্ন’ আবদুল লতিফ

স্টাফ রিপোর্টার ॥ চলে গেলেন মরমী শিল্পী হাছন রাজার গানের শেষ শুদ্ধ সুরের শিল্পী ও গীতিকবি ‘হাছন রতœ’ আবদুল লতিফ। মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি সুনমাগঞ্জের আরপিন নগরে ‘লতিফ মঞ্জিল’-এ মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী লিলি বেগম, ৬ কন্যা শেলী, সাবিনা, শাম্মী, কল্পনা, পাপিয়া, সোমা ও এক ছেলে ফেরদৌসসহআত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শীষ্য রেখে গেছেন। তার মৃত্যুতে সুনামগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার বাদ জোহর সুনামগঞ্জ ঈদগাহ জামে মসজিদে নামাজে জানাজার পর আরপিন নগর কবরস্থানে তাকে দাফন করা হয়। আবদুল লতিফ হাছন রাজার প্রচলিত গান গাওয়ার পাশাপাশি হাছন রাজার অনেক গানেরও সুর করেছেন।
×