ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরীয়দের জন্য সীমান্ত খুলে দিন ॥ তুরস্কের প্রতি জাতিসংঘ

প্রকাশিত: ০৩:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৬

 সিরীয়দের জন্য সীমান্ত খুলে দিন ॥ তুরস্কের প্রতি জাতিসংঘ

সিরিয়ার আলেপ্পো নগরীতে সরকারী বাহিনীর অভিযানের ফলে পালিয়ে আসা হাজার হাজার শরণার্থীকে ঢুকতে দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে নতুন করে শান্তি প্রচেষ্টার আগে বিমান হামলা বন্ধে রাশিয়ার প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির। গত সপ্তাহ থেকে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সরকারী বাহিনী আলেপ্পোতে অভিযান জোরদার করেছে। ফলে আলেপ্পো ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে কমপক্ষে ৩১ হাজার লোক তুরস্ক সীমান্তবর্তী এলাকায় পালিয়ে এসেছে। জাতিসংঘের সাহায্য বিষয়ক প্রধান স্টিফান ও’ব্রেইন বলেন, ‘বোমা হামলার কারণে সেখানে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও সর্বোত্তম মানবিক সহায়তা বন্ধ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আলেপ্পোয় রাশিয়ার বিমান হামলা বন্ধ করা উচিত। একই সঙ্গে সব ধরনের বোমা হামলা বন্ধ হওয়া উচিত।’ জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার সিরিয়া থেকে পালিয়ে সব বেসরকারী লোকজনের জন্য সীমান্ত খুলে দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। হাজার হাজার সিরীয় শরণার্থী গত কয়েক দিন ধরে তুরস্কের সীমান্ত ক্রসিং অনকুপনার এলাকায় দেশটির ভিতরে ঢোকার অপেক্ষায় রয়েছে। শরণার্থীদের বেশিরভাগ হলো নারী ও শিশু। ১৫ ঘণ্টা মর্গে... চিকিৎসকরা মৃত ঘোষণার পর সে মর্গের মাইনাস ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ছিল ১৫ ঘণ্টা। কিন্তু কবর দেয়ার আগে কেঁদে উঠে দেড় মাসের ওই ছেলে শিশু। তাকে এখন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের পানান হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। জন্মের সময় শারীরিক ত্রুটি থাকায় ২৩ দিন শিশুটি ইনকিউবিটারে ছিল। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় ৪ ফেব্রুয়ারি তাকে ‘মৃত’ বলে ঘোষণা করেন ডাক্তার। - এএফপি রোবটের গণনৃত্য সাড়ে ১৬ ইঞ্চি উচ্চতার ৫৪০টি রোবট ৮ ফেব্রুয়ারি চীনা গায়ক সুন নানের গানের তালে তাল মিলিয়ে নেচেছে। সঙ্গী ছিল ২৯টি ড্রোন। ছিল আলোক প্রদর্শনীও। চীনা চান্দ্র নববর্ষ সামনে রেখে এই রোবট নৃত্যের আয়োজন করে চীনের চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)। টিভিতে অনুষ্ঠানটি ৭০ কোটির বেশি মানুষ দেখেছে।- ডেইলি মেইল
×