ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতিদের ‘প্র্যাকটিস’ বিষয়ে জানা নেই এ্যার্টনি

প্রকাশিত: ০০:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক বিচারপতিদের ‘প্র্যাকটিস’ বিষয়ে জানা নেই এ্যার্টনি

স্টাফ রিপোর্টার॥ অবসরে গিয়ে বিচারপতিরা আইনজীবী হিসেবে আদালতে প্রাকটিস করতে পারবেন কি-না এ বিষয়ে আইন জানা নেই এ্যটর্নি জেনারেল মাহবুবে আলমের। আইন ও নৈতিকতা পৃথক বিষয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল । হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেয়া নজরুল ইসলাম চৌধুরী মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপীল মামলা পরিচালনায় আদালতে গেলে আলোচনায় উঠে আসে এ প্রসঙ্গ। এ্যাটর্নি জেনারেল আরো বলেন, নজরুল ইসলাম চৌধুরী একজন অবসরপ্রাপ্ত বিচারপতি । তিনি সরকারি জাজেস কমপ্লেক্স , সরকারি গাড়ি এবং গানম্যান পাচ্ছেন। এরকম সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আইনজীবী হিসেবে প্রাকটিস করবেন তা নৈতিকতা বিরোধী। নজরুল ইসলাম চৌধুরী মীর কাসেমের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রবিরোধী কাজে অবস্থান করছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এমন না। এটি নীতি-নৈতিকতার প্রশ্ন। আইনে কোনো বাধা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
×