ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরের শ্রীবরদীতে চিতাবাঘ পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরের শ্রীবরদীতে চিতাবাঘ পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে চিতা বাঘের থাবায় পৌর মেয়র আবু সাঈদ (৩০)সহ ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার জালকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। পৌর মেয়র আবু সাঈদকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর ২ জন আজিজুল হক (৪৫) ও নাদের মিয়া (৫০) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তাতীহাটি ইউনিয়নের জালকাটা গ্রামে ক্ষেতের পাশে একটি চিতা বাঘ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা ধাওয়া করলে চিতা বাঘটি একটি গর্তে লুকায়। উৎসুক জনতার মতো লুকিয়ে থাকা বাঘটিকে দেখতে গেলে হঠাৎ করেই পৌর মেয়র আবু সাঈদকে আক্রমণ করে। এতে তার ডান পাশের কান ও কপালের মাংস ছিড়ে যায়। ওইসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় ২ কৃষকও আহত হয়। ওইসময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে চারদিক ঘেরাও করে চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আবু সাঈদের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোবারক হোসেন জানান, মেয়র আবু সাঈদের অবস্থা আশংকাজনক নয়। তবে উন্নত চিকিৎসার জন্যই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×