ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে র‌্যাব ক্যাম্পের অধিনায়ক প্রত্যাহার

প্রকাশিত: ১৯:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

কিশোরগঞ্জে র‌্যাব ক্যাম্পের অধিনায়ক প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে মুক্তিকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক অপসারণ করে নিজের নামে ফলক স্থাপনের অভিযোগে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর রিয়াদুল ইসলামকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। অনুমতি ছাড়াই মহান ব্যক্তির নামে স্থাপন করা ফলক সরানোর দৃষ্টতার ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া সহকারী পরিচালক এএসপি রাজীব কুমার দেব বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলের পূর্বের স্থানেই অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামফলক আবার পুনরায় স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
×