ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্টাইন্স ডে-তে পয়সা ওড়ায় ছেলেরাই!

প্রকাশিত: ১৯:১২, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ভ্যালেন্টাইন্স ডে-তে পয়সা ওড়ায় ছেলেরাই!

অনলাইন ডেস্ক ॥ প্রেমের দিন এল বলে। প্রিয় মানুষটির মুখে হাসি ফোটাতে বা মনের কথাটা বলে ফেলতে উপহার কেনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যথাসাধ্য চেষ্টা করে একটি মূল্যবান উপহার কিনতে মরিয়া। তবে ভ্যালেন্টাইন্স ডে-র উপহারে মোটা টাকা খরচের বিষয়ে এগিয়ে ছেলেরাই। এ ব্যাপারে মেয়েরা খানিকটা কৃপণ। আমরা নয়, বলছে সমীক্ষা। ভারতের একটি গিফটিং পোর্টাল Giftease.com সম্প্রতি একটি অনলাইন সমীক্ষা চালায়। দেশের সব মেট্রোপলিটন শহরে ১৮ থেকে ৪৫ বছর বয়সি ৩ হাজার নারী-পুরুষের উপর ওই সমীক্ষার শেষে দেখা গিয়েছে, দামি ও অনন্য উপহার কেনার ব্যাপারে ছেলেরা অনেক বেশি আগ্রহী। সঙ্গিনীর মুখে হাসি ফোটাতে মোটা অঙ্কের গাঁটের কড়ি খরচ করতে খুব বেশি পিছু পা হন না ছেলেরা। সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে বেশি জনপ্রিয় মেয়েদের কাছে। অথচ দামি উপহার কেনার ব্যাপারে তাঁরা পিছিয়ে। ভ্যালেন্টাইন্স ডে-তে পুরুষরা গড়ে ৭৪০ টাকার উপহার কিনতে চাইছেন। সেখানে মহিলারা কিনছেন গড়ে ৬৫০ টাকার উপহার। মেয়েদের ভ্যালেন্টাইন্স গিফট-এর তালিকায় সবচেয়ে বেশি চাহিদা গ্যাজেটের। দ্বিতীয় স্থানে রয়েছে পারফিউম।
×