ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল ঢাকায়

প্রকাশিত: ১৮:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল ঢাকায়

অনলাইন রিপোর্টার ॥ ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের চলমান রাজনীতি, মানবাধিকার ও মতপ্রকাশের পরিস্থিতি খতিয়ে দেখতে তারা আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনের সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও বিরোধী দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক-বিষয়ক প্রতিনিধিদল বা ডিএসএএসের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট। এর আগে ৫ জানুয়ারি-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি দেখতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ২০১৪ সালের মার্চে ঢাকা সফর করেছিল। গত ২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর এ সফর হচ্ছে।
×