ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে- র. রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন রর. পাবলিক লিমিটেড কোম্পানি ররর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে- সুদে আমানত গ্রহণ করে। ক) ৮% হার খ) অধিক হার গ) ১০% হার ঘ) স্বল্প হার ৩. গড় মুনাফা পদ্ধতিকে নির্ভরযোগ্য মনে না করার কারণ কী? ক) নগদ প্রবাহ ব্যবহার করায় খ) নিট মুনাফা ব্যবহার করায় গ) নগদ প্রবাহকে সময়মূল্যে বিবেচনা করায় ঘ) অর্থের সময়মূল্যকে বিবেচনা করায় ৪. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়? ক) ১৯৩০ খ) ১৯৪০ গ) ১৯৫০ ঘ) ১৯৬০ ৫. যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়? ক) অনুমেয় আয় খ) ঝুঁকিবহুল আয় গ) প্রকৃত আয় ঘ) অর্জিত আয় ৬. কোনটি সুদ বহির্ভূত? ক) ঋণপত্র খ) বিনিয়োগ গ) সঞ্চয়পত্র ঘ) ব্যাংক জমা ৭. বহিস্থ তহবিলের অসুবিধা কী? ক) ফেরত দেয়া বাধ্যতামূলক খ) সুদ প্রদান বাধ্যতামূলক গ) কিস্তিতে পরিশোধ করা বাধ্যদামূলক ঘ) বিনিয়োগ করা বাধ্যতামূলক ৮. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী? ক) মুনাফা অর্জন খ) জনকল্যাণ গ) বিনিয়োগ বৃদ্ধি ঘ) মূলধন গঠন ৯. কোনটি বিবেচেনা করে বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত? ক) মূলধনি গঠন খ) বাজার গবেষণা গ) মূলধন খরচ ঘ) অর্থ পরিচালন খরচ ১০. গড় নিট মুনাফা ৫০,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে গড় মুনাফার হার হলো- র. ১০% রর. ২০% ররর. ২৫% নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. কোনটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত হয়? ক) পরিচালনা পর্ষদ খ) প্রতিনিধি পর্ষদ গ) উচ্চ প্রতিনিধি পর্ষদ ঘ) অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ ১২. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি নিচের কোনটি? ক) জমার হার পরিবর্তন নীতি খ) ঋণের বরাদ্দকরণ নীতি গ) ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ ঘ) জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন ১৩. কোনটির মাধ্যমে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে? ক) প্রত্যয়পত্র খ) ব্যাংক হিসাব গ) চেক ঘ) ব্যাংক ড্রাফট ১৪. বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো রাষ্ট্রের বা সরকারের মালিকানায় থাকা উচিত- র. কেন্দ্রীয়ভাবে দেশের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য রর. নোট ও মুদ্রা প্রচলনের একক নীতি ও মান রক্ষার জন্য ররর. মুনাফা অর্জন করার জন্য নিচের কোনটি সঠিক? ক) ররর খ) র গ) র ও রর ঘ) র, রর ও ররর ১৫. ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব? ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে ১৬. তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা যায় কীভাবে? ক) শ্রম আইন নীতির মাধ্যমে খ) তারল্য সম্প্রসারণের নীতির মাধ্যমে গ) অর্থায়নের নীতির মাধ্যমে ঘ) আইন স্বীকৃত নীতির মাধ্যমে
×