ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষা ৩ এপ্রিল শুরু

প্রকাশিত: ০৫:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

এইচএসসি পরীক্ষা ৩ এপ্রিল শুরু

বিশেষ প্রতিনিধি ॥ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল (রবিবার)। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এইচএসসি পরীক্ষার এই সূচী প্রকাশ করেছে। গত কয়েক বছর ধরে এপ্রিলের প্রথমদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ১ এপ্রিল পড়েছে শুক্রবার। এ কারণে ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এবার থেকে এ পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের বিরতি থাকবে। এ বছর এসএসসি পরীক্ষায়ও এ পদ্ধতি চালু করা হয়েছে। সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে ১টায় শেষ হবে। বিকেলের পরীক্ষা ২টায় শুরু হয়ে, শেষ হবে ৫টায়।
×