ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ বিকেল ঘুঁরে দাড়াল পুঁজিবাজার

প্রকাশিত: ০০:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬

শেষ বিকেল ঘুঁরে দাড়াল পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেষ বিকেলে বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে ঘুরে দাড়াল দেশের পুঁজিবাজার। যদিও সকালে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকের নিম্নমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়েছিল। শেয়ারের বিক্রয় চাপে লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা সূচকের এ নিম্নমুখী প্রবণতা বজায় থাকে। তবে এরপর বাজারে ক্রয় চাপ বাড়তে শুরু করলে হারানো দর ফিরে পেতে শুরু করে কোম্পানিগুলো। লেনদেনের শেষ দেড় ঘণ্টার ক্রয় চাপে ঘুরে দাঁড়ায় বাজার। ফলে মঙ্গলবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় দিনের লেনদেন। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। দিনটিতে গত কয়েকদিন ধরে দর হারাতে থাকা বস্ত্র খাতটির দর বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইর সার্বিক সূচকটি বেড়েছে ৯.২৪ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭০ পয়েন্টে। সোমবার সূচক কমেছিল ১৯.৭২ পয়েন্ট। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। এদিকে সোমবারের তুলনায় প্রায় ৪ কোটি টাকার কমে দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮১ লাখ টাকা। এ নিয়ে টানা ৪দিন ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে ডিএসইতে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। দিনশেষে কোম্পানিটির ১৫ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ ৮৫ টাকা। ১৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে - অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, ফু-ওয়াং সিরামিকস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এদিকে দিনটিতে ডিএসইতে লেনদেনের পৌনে তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের (বিএসসি) শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। দিনটিতে শেষ বিকেল পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১৪ হাজার ৬৪৫টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৩৬৫ টাকা ৭ পয়সা দরে। সোমবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ২৩৬ টাকা ৩ পয়সা।
×