ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত: ২০:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৬

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ মঙ্গলবার কেশবপুরে সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তির করুন মৃত্যু ঘটেছে। গভীর রাতে মঙ্গলকোট বাজারে প্রাইভেট কারের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এবং সকালে কেশবপুর ডিগ্রী কলেজের সামনে বাসের চাপায় তারা মারা যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বুড়িহাটি গ্রামের ছোরমান আলী সরদার (৪০) বুড়িহাটি বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে নিজ মটর সাইকেলে কেশবপুর আসার পথে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সামনে দ্রুতগামী (যশোর-ব-১২৪) বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় মটর সাইকেলের যাত্রী তালা উপজেলার খলিশখালি গ্রামের গোপাল দেবনাথ (৫০) মারাতœক আহত হয়েছে। তাকে কেশবপুর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যশোর-সাতক্ষীরা সড়কের মঙ্গলকোট বাজারের ক্লিনিকের সামনে রাত সাড়ে বারোটার দিকে প্রাইভেট কার (নং-যশোর-খ-১১০০৩২) গাছের সাথে ধাক্কা খেলে সাদ্দাম হোসেন (২৭) নামের এক দোকান কর্মচারি ঘটনাস্থলে মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার ধাড়িয়াডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামে ছেলে। থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তে পাঠানো হচ্ছে।
×