ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাইওয়ানে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ ডলার দেবে জাপান

প্রকাশিত: ২০:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৬

তাইওয়ানে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ ডলার দেবে জাপান

অনলাইন ডেস্ক ॥ তাইওয়ানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে জাপান। সোমবার দুপুরে মন্ত্রী পরিষদের মূখ্য সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এ তথ্য জানান। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি জাপানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী শিনজো আবে। সুগা বলেন, তাইওয়ান আমাদের প্রতিবেশী বন্ধু। তাদের ওপর যে প্রাকৃতিক দূর্যোগ আপতিত হয়েছে তা সত্যিই মর্মান্তিক। ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূনর্বাসনের জন্য সরকার এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে। এই অর্থ তাইওয়ানের রেডক্রসসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ও আত্মীয়স্বজনদের দেওয়া হবে। আমরা বিশ্বাস করি তাইওয়ান খুব শিগগির এই ক্ষতি পুষিয়ে সামনে এগিয়ে যাবে। তাদের দুঃখ-দুর্দশায় জাপান সবসময় বন্ধু হিসেবে কাজ করবে।
×