ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি

প্রকাশিত: ০৮:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ মাঘ মাস শেষের দিকে। আর ক’দিন পরই ঋতুরাজ বসন্ত। তারপরও দেশের অনেক এলাকায় শীতের দাপট এখনও আছে। ঋতুর পালা বদলের এই সময়ে সোমবার রাতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। থেমে থেমে চলেছে সেই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া বইছিল। আবহাওয়া অফিস বলছে পূবালী বায়ুর প্রভাবে মাঘের শেষে এই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে শীত আবারও জেঁকে বসতে পারে বলেও জানান তিনি। এদিকে ঢাকার সঙ্গে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সাইদুর রহমান বলেন, রাত নয়টায় বৃষ্টিপাত ৬ দশমিক ৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টি। তাই মাথায় পলিথিন জড়িয়ে জরুরী কাজে রাস্তায় নেমেছেন এক ব্যক্তি। হঠাৎ এই বৃষ্টিপাতে চুয়াডাঙ্গা শহরে যানবাহন চলাচলও তাৎক্ষণিকভাবে কমে যায়। এতে বিপাকে পড়েছেন বাজার থেকে ঘরমুখী মানুষ। হাতেগোনা কয়েকটি রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক দেখা গেলেও বৃষ্টির অজুহাতে খেয়াল-খুশিমতো ভাড়া হাঁকছেন চালকরা। ছাতা মাথায় কেউ কেউ বেরিয়ে পড়লেও অনেককেই পলিথিন মাথায় দিয়ে পথ চলতে দেখা গেছে।
×