ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাইক্রোসফটে ইন্টার্নশিপের সুযোগ ৫০ ছাত্রের

প্রকাশিত: ০৭:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

মাইক্রোসফটে ইন্টার্নশিপের সুযোগ ৫০ ছাত্রের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিশ্বসেরা সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফটে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন। প্রাথমিকভাবে এ বছরের মার্চ ও এপ্রিলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ৫০ শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। একই সংখ্যক শিক্ষার্থী এই মাসে মাইক্রোসফটের ব্র্যান্ড এম্বাসিডর হিসেবে কাজ করার সুযোগ পাবেন। মাইক্রোসফট আগামী মে মাস থেকে প্রতিমাসে ২৫ আগ্রহী শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং একই সঙ্গে তারা ২৫ জনকে ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করবে। সোমবার সেন্টার অব রিসার্চ এ্যান্ড ইনফর্মেশনের (সিআরআই) গবেষণা সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ জনকণ্ঠকে এ তথ্য জানান। তিনি আরও জানান, সিআরআই পরিচালিত তরুণদের জন্য দেশের বৃহত্তম প্লাটফর্ম ইয়ং বাংলা ইন্টার্নশিপের জন্য তাদের বিদ্যমান প্রচারের অংশ হিসেবে ফিনিক্স বাংলাদেশের সহযোগিতায় এই সুযোগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে ইয়ং বাংলা পররাষ্ট্র, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ এবং আইসিটি মন্ত্রণালয়ে মেধাবী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করেছে। এই সুযোগ গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে এই লিঙ্কে-http://youngbangla.org/en/microsoft-intern/।
×