ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেলসি-ম্যানইউ মর্যাদার লড়াইয়ে কেউ হারেনি

প্রকাশিত: ০৫:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

চেলসি-ম্যানইউ মর্যাদার লড়াইয়ে কেউ হারেনি

স্পোর্টস রিপোর্টার ॥ জয় কেড়ে নেয়া যাকে বলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হাতের মুঠোয় থাকা জয় ছিনিয়ে নিয়েছে চেলসি। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে দুই পরাশক্তির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচে এক গোলে এগিয়ে থাকার পর জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল অতিথি ম্যানইউ। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দিয়াগো কোস্তার গোলে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে হার এড়ায় ব্লুজরা। পরশুর আরেক ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে এক মাসেরও বেশি সময় পর জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। চেলসির বিপক্ষে এই ড্রয়ের পর ২৫ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম ও আর্সেনাল। ৫৩ পয়েন্ট নিয়ে সবাইকেই বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে শীর্ষে থাকা লিচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৩০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে। লন্ডনের বিখ্যাত স্টামফোর্ড ব্রিজে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। চলছিল যোগ করা সময়ের খেলা। চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় সমর্থকরা। কিন্তু হঠাৎই সব হিসাব-নিকাশ এলোমেলো করে দেন চেলসির তারকা ফরোয়ার্ড কোস্তা। বাঁ পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন ম্যানইউর জালে। শেষ মুহূর্তের এই গোলের ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে। নতুন বছরের শুরুতে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। নতুন বছরের শুরুটাও জয় দিয়েই করেছিল গানার্সরা। তবে এরপর টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি আর্সেনাল। তিন ড্র ও এক হারের পর বোর্নমাউথের বিপক্ষে আবারও জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ১৪ ফেব্রুয়ারি এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে লিচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। প্রিমিয়ার লীগে নিজেদের সর্বশেষ দুটি ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দারুণ চমক দেখিয়েছে লিচেস্টার সিটি। আগামী সপ্তাহে আর্সেনালকেও হারাতে পারলে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে তারা। দু’দলের লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ৬১ মিনিটে জেশে লিনগ্রাডের গোলে এগিয়ে যায় অতিথি ম্যানইউ। শেষ ক্ষণে কোস্তার গোলে হার এড়িয়ে মাঠ ছাড়ে চেলসি। গত ২ জানুয়ারি ইপিএলে সবশেষ জিতেছিল আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিল লন্ডনের ক্লাবটি। লীগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকা আর্সেনাল পরশু রাতে প্রতিপক্ষের মাঠে শুরুটা করে দুর্দান্ত। এক মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় তারা। ২৩ মিনিটে অলিভিয়ের জিরুডের হেডে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে প্রথম গোল করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। পরের মিনিটেই কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। তিন মিনিট পর ব্যবধান কমাতে পারত স্বাগতিকরা। তবে ইংলিশ মিডফিল্ডার হ্যারি এ্যার্টারের শট কোন মতে কর্নারের মাধ্যমে রক্ষা করেন আর্সেনাল গোলরক্ষক পিটার চেক। যোগ করা সময়ে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েও পিটার চেকের বাধা এড়াতে পারেনি বোর্নমাউথ। ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুকের জোরালো শট পা দিয়ে ফেরানোর পর এ্যার্টারের ফিরতি শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন চেক প্রজাতন্ত্রের এই তারকা গোলরক্ষক। ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, এবার শিরোপা জয়ে স্পষ্ট ফেবারিট লিচেস্টার সিটি। বড় কোন অঘটন না ঘটলে এবার শিরোপা পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
×