ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ৪

প্রকাশিত: ০৫:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ৪

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌনে পাঁচটার দিকে আমানত হলে চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা যায়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪ জন আহত হয়। আহতরা হলেন ইতিহাস বিভাগের ১১-১২ শিক্ষাবর্ষের আরাফাত, এনাম, সমাজতত্ত্ব বিভাগের ৮-৯ শিক্ষাবর্ষের মাসুম, আইন বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের কবির। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সোমবার দুপুরে চবি প্রশাসনিক ভবনের সামনে চবি ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সাধারণ সম্পাদকের এক অনুসারীকে আহতাবস্থায় উদ্ধার করে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে সভাপতির অনুসারীরা আমানত হলে গিয়ে সাধারণ সম্পাদকের অনুসরীদের ফের মারধর করলে ১৩-১৪ সেশনের কবির নামের একজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে চবি মেডিক্যাল সেন্টার ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর সাধারণ সম্পাদকের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে গিয়ে সভাপতির অনুসারীদের মারধর করে। এতে ১১-১২ শিক্ষাবর্ষের আরাফাত ও এনাম নামের দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
×