ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থ্যালাসেমিয়ায় আক্রান্ত রায়েক ও সিনথিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৬

থ্যালাসেমিয়ায় আক্রান্ত রায়েক ও সিনথিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ তানিম মাহমুদ রায়েক ও সামিহা মাহমুদ সিনথিয়া দুই ভাইবোন। দু’জনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি সপ্তাহে তাদের রক্ত দিতে হচ্ছে। খিলগাঁও বাগিচার ৪১ নম্বর বাসায় তাদের বসবাস। ডাক্তার জানিয়েছেন বাবা মায়ের রক্তের গ্রুপ একই হওয়ায় জন্ম থেকেই তারা এই রোগে ভুগছে। তারা জানিয়েছেন, সিনথিয়ার জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। এর জন্য প্রয়োজন অনেক টাকার। তাদের পিতা খায়ের মাহমুদ বনানীর অএকটি ট্রাভেল এজেন্সির সামান্য বেতনভুক্ত কর্মচারী। তিনি নিজেও বাইপাস সার্জারির রোগী। দুই সন্তান ও নিজের চিকিৎসায় সংসারের সহায় সম্বল বিক্রি করতে হয়েছে। এ অবস্থায় দু’সন্তানের চিকিৎসায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। কোন সহৃদয় ব্যক্তি তানিম ও সিনথিয়াকে সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন খায়ের মাহমুদ, সঞ্চয়ী হিসাব নং ০০২০৪২৭৭৮, সোনালী ব্যাংক, বনানী বাজার শাখা, ঢাকা অথবা মোবাইল যোগাযোগ ০১৭৬০২২৯০৭১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×