ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাষা দিবসের নাটক ‘নায়ক’

প্রকাশিত: ০৪:১৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

ভাষা দিবসের নাটক ‘নায়ক’

সংস্কৃতি ডেস্ক ॥ চলছে ভাষা দিবসের মাস। এই মাস উপলক্ষে বইমেলার পাশাপাশি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। তবে ২১ ফেব্রুয়ারি প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। সেই দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে মাহমুদ দিদার রচিত ও পরিচালিত বিশেষ নাটক ‘নায়ক’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্র জগতের বরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। আরও আছেন এফএস নাঈম, নাদিয়া নদী, মৌটুসী বিশ্বাস, আইরিন তানি, মনিরুল ইসলাম রাজীব, শাখাওয়াত হোসেন শিমুল। নাটকের গল্পে দেখা যাবে বাসে করে সবাই ঘুরতে যাচ্ছে। বাসের মধ্যে কেউ চান ইংরেজী গান শুনতে আবার কেউ চান বাংলা গান শুনতে। বাসে ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তাঁর মতে বাংলা গানেই বাজানো হোক। কিন্তু কয়েকজন যে আবার ইংরেজী গান শুনতে চান। ভাষা নিয়ে মূলত নাটকটির গল্পে থাকছে আরও গল্প। প্রসঙ্গত, শীতের সময় ভোর ছয়টা থেকে শুরু করে সারা দিন শেষে সন্ধ্যা ছয়টায় নাটকের দৃশ্যধারণ শেষ হয়। বাসের মধ্যে টানা ১২ ঘণ্টা দৃশ্যধারণ করেন পরিচালক মাহমুদ দিদার।
×