ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার জাহাজে গুলি করল দ. কোরীয় নৌবাহিনী

প্রকাশিত: ২০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৬

উ. কোরিয়ার জাহাজে গুলি করল দ. কোরীয় নৌবাহিনী

অনলাইন ডেস্ক ॥ গোলযোগপূর্ণ জলসীমায় উত্তর কোরিয়ার একটি টহল জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। সোমবার উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের মাত্র এক দিন পর এ ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, এই রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার আগে (রোববার গ্রিনিচ মান সময় ২৩:০০) উত্তর কোরিয়ার জাহাজটি পীত সাগরে সীমা অতিক্রম করে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পরপরই জাহাজটি পিছু হটতে শুরু করে।’ দুই কোরিয়ার মধ্যবর্তী এ জলসীমানা পিয়ংইয়ং স্বীকৃতি দেয়নি। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী একতরফাভাবে সীমানাটি নির্ধারণ করেছে বলে উত্তর কোরিয়া অভিযোগ করে আসছে। উভয় পক্ষই বিতর্কিত ওই জলসীমানায় একে অন্যের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করে। ১৯৯৯ সাল, ২০০২ ও ২০০৯ সালে বৈরী এ দেশ দু’টির মধ্যে সংঘর্ষ হয়। খবর-বাসস।
×