ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দগ্ধ চা বিক্রেতার মৃত্যু

তদন্ত রিপোর্টে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার সুপারিশ

প্রকাশিত: ০৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬

 তদন্ত রিপোর্টে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে চুলার আগুনে দগ্ধ চা বিক্রেতা বাবুল মাতব্বরের (৪৫) মৃত্যুর ঘটনায় পুলিশের গফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। রবিবার পুলিশ কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ডিএমপির ডিসি (ডিসিপ্লিন) টুটুল চক্রবর্তীকে নিয়ে কেন্দ্রীয়ভাবে এক সদস্যের একটি এবং মিরপুর বিভাগ থেকে দুই কর্মকর্তাকে নিয়ে অপর কমিটি গঠিত হয়। এ কমিটির সদস্যরা হচ্ছেন মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিনার (এডিসি, ক্রাইম) মাসুদ আহমেদ ও সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন। এর মধ্যে ডিসি টুটুল চক্রবর্তী রবিবার তার প্রতিবেদন জমা দেন।
×